ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স বর্তমানে ৩৯। ইউরো চ্যাম্পিয়নশিপ হয় চার বছর পর পর। বয়স বিবেচনায় রোনালদোর পরের ইউরো খেলা নিয়ে দ্বিধা থেকেই যায়। পরের ইউরো খেলা নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন ভক্তরা। তবে রোনালদো ম্যাচের পর নিজেই জানিয়ে দিলেন এটাই তার শেষ ইউরো।
স্লোভেনিয়ার বিপক্ষে অগণিত সুযোগ মিস, সঙ্গে শেষ সময়ে পেনাল্টিতেও গোল করতে পারেননি রোনালদো। পেনাল্টি মিস করে তার কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে পেনাল্টিতে গোল করলেন এবং দলও জিতল ৩-০ ব্যবধানে।
দলের এমন দারুণ জয়ে শেষ হাসি ঠিকই হাসলেন এ আল নাসর তারকা। ম্যাচ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, ‘কোন সন্দেহ ছাড়াই এটা আমার শেষ ইউরো কাপ।’
রোনালদো আরও যোগ করেন, ‘ফুটবল ছেড়ে দেওয়াটা বিষয় নয়, আমার এখানে জয় ছাড়া অন্য কি বিকল্প আছে? এখানে আমরা এক পয়েন্ট বেশি বা কমের জন্য আসি। মানুষকে খুশি করতে পারাটাই আমাকে অনুপ্রেরণা দেয়।’
পর্তুগিজ পত্রিকা ও জোগোকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কিন্তু আমি আবেগাপ্লুত নই। আমি সব কিছু ছাপিয়ে এগিয়ে যাচ্ছি পূর্ণ উদ্যম নিয়ে। আমি সমর্থক, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে তাদের দেখে অনুপ্রেরণা পাই।’
রোনালদোর আর নিজেকে প্রমাণের কিছু নেই। এমনটাই মনে করে এ ইউরো জয়ী ফুটবলার বলেন, ‘ফুটবল ছেড়ে দেওয়াটা বিষয় নয়, আমার এখানে জয় ছাড়া অন্য কি বিকল্প আছে? এখানে আমরা এক পয়েন্ট বেশি বা কমের জন্য আসিঞ্জ। মানুষকে খুশি করতে পারাটাই আমাকে অনুপ্রেরণা দেয়।’
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ