ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫

কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

প্রকাশনার সময়: ২৯ জুন ২০২৪, ০৯:১১ | আপডেট: ২৯ জুন ২০২৪, ১১:৫৬

কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। এ নিয়ে টানা ১০ ম্যাচে জয় আর ২৫ ম্যাচে অপরাজিত থাকল তারা। সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল কলম্বিয়া।

প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চমক দেখিয়েছিল কোস্টারিকা। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে আজ শনিবার (২৯ জুন) ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি কোস্টারিকা।

অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছে কলম্বিয়া। লক্ষ্যে করেছিল ৫ শট। অন্যদিকে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি কোস্টারিকা।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে কলম্বিয়া। ম্যাচের ৫ মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত হেড গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ২০ মিনিটে দুরন্ত এক শট নেন জেমস রদ্রিগেজ। তবে কোস্টারিকার গোলরক্ষক প্যাটট্রিক সেকুইরা সেটি লাফিয়ে পড়ে রুখে দেন।

৩১ মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন দিয়াজ। এতে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এ ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কলম্বিয়া। ৫৯ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেনচেজ। ৩ মিনিট পর জন করডোবা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এ ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে কলম্বিয়া।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ