ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫

কোয়ার্টারের জন্য টিকে থাকতে ভোরে মাঠে নামছে ব্রাজিল

প্রকাশনার সময়: ২৮ জুন ২০২৪, ২২:২৮
অনুশীলনে ব্রাজিল দল। ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের জন্য টিকে থাকতে শনিবার (২৯ জুন) ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মতো প্রতিপক্ষ পেয়েও ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের।

বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও ব্রাজিল।

কোপা আমেরিকার শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র হওয়ায়, এ ম্যাচে জয় না পেলে কঠিন হয়ে যাবে সেলেসাওদের শেষ আটের রাস্তা। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে জায়গা পেতে নির্ভর করতে হতে পারে অন্য দলের উপর।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারা প্যারাগুয়েও চাইবে সেলেসাওদের আটকে দিতে।

প্যারাগুয়ের সঙ্গে মুখোমুখি দেখায় বেশ এগিয়ে দরিভাল জুনিয়রের শিষ্যরা। মুখোমুখি ৮৩ দেখায় ৫১ জয় আছে ব্রাজিলের। তবে সবশেষ ১০ ম্যাচের পরিসংখ্যান সাহস যোগাবে প্যারাগুইয়ানদের। ব্রাজিলের ৫ জয়ের বিপরীতে প্যারাগুয়ের জয় ৩টি। আর ২ বার সমতায় থেকে ম্যাচ শেষ করেছে দুইদল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ