ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫

টস হেরে ব্যাটিংয়ে ভারত

প্রকাশনার সময়: ২৭ জুন ২০২৪, ২১:৩১ | আপডেট: ২৭ জুন ২০২৪, ২১:৪২

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপাস্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতের।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮ টায় টস হওয়ার কথা ছিল। তবে এর ঘণ্টা দুয়েক আগে থেকে কয়েক দফা বৃষ্টি হয়েছে। তাতে আউটফিল্ডে প্রচুর পানি জমে। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর মাঠে গড়িয়েছে টস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

ভারত ও ইংল্যান্ড এ পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। ইংল্যান্ডের ১২ জয়ের বিপরীতে ভারতের জয় ১১টি। তবে বেশি ম্যাচ হারলেও ভারত সিরিজ জেতায় ৪-৩ ব্যবধানে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। একটি সিরিজ ড্র হয়েছিল।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদিপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, রেইস টপলি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ