ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ জিলহজ ১৪৪৫

সেমিফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২৪, ১৭:০৪

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ হয়েছে। এবার সামনে রয়েছে সেমিফাইনাল ও ফাইনাল। দুই সেমিফাইনালে ম্যাচ পরিচালনায় যুক্ত থাকবেন ছয় দেশের আট আম্পায়ার।

এক বিবৃতিতে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও নিতিন মেনন। ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড কেটেলবোরো। আর চতুর্থ আম্পায়ার থাকবেন আহসান রাজা।

একই দিন রাত সাড়ে ৮টায় হবে দ্বিতীয় সেমিফাইনাল। এতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই দলের এই লড়াইয়ে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানি ও রডনি টাকার। পাশাপাশি জোয়েল উইলসন টিভি আম্পায়ার আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পল রাইফেল।

তবে ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন তা এখনো প্রকাশ করেনি আইসিসি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ