ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করলো বাংলাদেশ

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২৪, ১২:৩১

চলতি বিশ্বকাপের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সুযোগ ছিল সেমিফাইনালে যাবার। কিন্তু ব্যাটারদের খামখেয়ালি আচরণে বলি দিতে হলো বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন। একইসঙ্গে ৮ রানের জয়ে আফগানরা নিশ্চিত করলো নিজেদের প্রথম সেমিফাইনাল। আর ম্যাচ হারার ঘণ্টাখানেক পরেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে বিশ্বকাপ পরবর্তী আফগানিস্তান সিরিজটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই সিরিজ আয়োজনের কথাও উল্লেখ করেছে বিসিবি।

ভারতের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল আফগানিস্তান। সূচি অনুযায়ী ২৫, ২৭, ৩০ জুলাই তিন ওয়ানডের আর ২, ৪ ও ৬ আগস্ট তিন টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা।

কেনো আয়োজন হচ্ছে না এই সিরিজ, তার পেছনে আছে দুই বড় যুক্তি। বিশ্বকাপের পর বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে। লঙ্কা প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেট, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার মতো এসব আসরে দেখা যাবে টাইগার ক্রিকেটারদের অনেককেই। এরইমাঝে এসব লিগে ডাক পাওয়াদের ছুটি মঞ্জুর করেছে বিসিবি।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট শুরু হবে আগামী ৫ জুলাই থেকে। যেখানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ১ জুলাই শুরু হবে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানে মুস্তাফিজুর রহমান ডাম্বুলা সিক্সার্সের হয়ে ও তাসকিন আহমেদ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২৫ জুলাই থেকে শুরু হবে। এতে বাংলা টাইগার্স মিসিসিগার হয়ে সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, টরোন্টো ন্যাশনালসের হয়ে রিশাদ হোসেন ও মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন অংশ নেবেন।

তাছাড়া আফগান বোর্ডের সঙ্গে তিন মাস আগে যোগাযোগ করে ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চেয়েছিল বিসিবি। সেই সিদ্ধান্ত জানাতে অনেকটা সময় নিয়ে ফেলে আফগান ক্রিকেট বোর্ড। এতেই বিসিবি এই সিরিজ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ