ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৪, ১৩:৫০ | আপডেট: ২৫ জুন ২০২৪, ১৪:৫৫

অস্ট্রেলিয়ার জার্সিতে অনেককাল একসঙ্গে খেলেছেন। একসঙ্গে দলের হয়ে ওপেনিং করেছেন। তবে চলতি টি-২০ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকালেন ডেভিড ওয়ার্নার। তার সঙ্গে উসমান খাজার মাঠের জুটিরও ইতি ঘটবে।

বাংলাদেশকে হারানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াকেও সুপার এইট থেকে বিদায় করে দিল আফগানিস্তান। চলতি টি-২০ বিশ্বকাপে আর কোনো খেলা না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জালালেন ডেভিড ওয়ার্নার।

ডেভিড অ্যান্ড্রু ওয়ার্নার জন্ম: ২৭ অক্টোবর, ১৯৮৬ নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্যাডিংটনে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার। খুবই দ্রুত রান সংগ্রহকারী বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তার সুনাম রয়েছে। এছাড়া দলের প্রয়োজনে উইকেট-রক্ষণেও ভূমিকা রাখেন।

অস্ট্রেলিয়ার ১৩২ বছরের ক্রিকেট ইতিহাসে ডেভিড ওয়ার্নার হচ্ছেন প্রথম ক্রিকেটার যিনি প্রথম-শ্রেণির ক্রিকেট খেলার কোনোরূপ পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন।

বিদায়ী খেলার আগে মোট ১১০ ম্যাচে টি-টোয়েন্টিতে ৩২৭৭ রান সংগ্রহ করেছেন ৩৭ বছর বয়সী এ বাঁ-হাতি ব্যাটার। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ১০০ রান তার। স্ট্রাইক রেট ১৪২.৬৭।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ