ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রোটিয়াদের সহজ লক্ষ্য ছুঁড়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশনার সময়: ২৪ জুন ২০২৪, ০৮:৫০ | আপডেট: ২৪ জুন ২০২৪, ১১:৪২

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের বিশাল জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি অলিখিত কোয়ার্টার ফাইনাল। হাইভোল্টেজ এই ম্যাচে প্রোটিয়াদের সহজ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।

সোমবার (২৪ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ২ রানের মাথায় শাই হোপকে হারায় দলটি। এরপর মাত্র ১ রানে ফেরেন নিকোলাস পুরান। ৫ রানে জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন এক জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন কাইল মায়ার্স ও রোস্টন চেজ।

এই জুটিতে বড় স্কোরের দিকে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে তাবরিজ শামসি ও কেশভ মহারাজের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন-আপ। ৩৪ বলে ৩৫ রানে মায়ার্সকে ফেরান শামসি। তার ঘুর্ণি জাদুতেই প্যাভিলিয়নে ফেরেন ৪২ বলে দলীয় সর্বোচ্চ ৫২ করা চেজও।

শেষ দিকে ঝোড়ো ইনিংসের আভাস দিয়েছিলেন আন্দ্রে রাসেল। তবে নরকিয়ার দুর্দান্ত এক থ্রোয়ে রানআউটের ফাঁদে পড়ে ফেরেন মারকুটে এই ব্যাটার। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৫ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তাবরিজ শামসি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ