ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু পুঁজি প্রোটিয়াদের

প্রকাশনার সময়: ২১ জুন ২০২৪, ২২:২৬ | আপডেট: ২১ জুন ২০২৪, ২২:৪৫

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিফা ও ইংল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার (২১ জুন) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় প্রোটিয়ারা

আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিক্স এবং ডি কক। তদের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৬৩ রান তুলে প্রোটিয়ারা। দশম ওভারে ২৫ বলে ১৯ রান করে হেনড্রিক্স সাজঘরে ফিরলে ৮৬ রানের জুটি শেষ হয়। ২২ বলে ফিফটি করেন ডি কক। ৩৮ বলে ৬৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। ১৩ বলে ৯ রান করে ডি কককে সঙ্গ দেন হেইনরিচ ক্লাসেন।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এইডেন মারক্রামও। ২ বলে ১ রান করে আউট হন এই প্রোটিয়া অধিনায়ক। এতে দলের রানের গতি কমে যায়। শেষ দিকে দলের হাল ধরেন ডেভিড মিলার। ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেন এই মারকুটে ব্যাটার।

শেষ পর্যন্ত কেশব মহরাজের ২ বলে ৫ রান এবং ক্রিস্টান স্টাবসের ১১ বলের অপরাজিত ১২ রানের ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় প্রোটিয়ারা।

ইংল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন আর্চার। এ ছাড়াও মঈন আলী এবং আদিল রশিদ একটি করে উইকেট নেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ