ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো ভারত

প্রকাশনার সময়: ২০ জুন ২০২৪, ২২:৩৮ | আপডেট: ২০ জুন ২০২৪, ২৩:০০

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। এই ম্যাচে আগে ব্যাট করে আফগানদের ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (২০ জুন) ব্রিস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৩ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন হিটম্যান রোহিত শর্মা। ১১ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন ঋষভ পান্থ। শুরু ধাক্কার সামলানোর চেষ্টা করেন আরেক ওপেনার বিরাট কোহলি। তবে ব্যাট হাতে বেশি সময় খেলতে পারেননি তিনি। ২৪ বলে ২৪ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন এই ডানহাতি ব্যাটার। ৭ বলে ১০ রান করে আউট হন শিভম ডুবেও।

তবে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে এগিয়ে যান সূর্যকুমার যাদব। বাউন্ডারি- ওভার বাউন্ডারিতে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। ২৭ বলে ফিফটি করেন সূর্যকুমার। তবে পরের বলেই আউট হন তিনি। ২৪ বলে ৩২ রান করে একই পথে হাঁটেন পান্ডিয়াও। ৫ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন জাদেজা। শেষ পর্যন্ত অক্ষর প্যাটের ৬ বলে ১২ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮১ রান করে ভারত।

আফগানিস্তানের হয়ে বল হাতে ফজল হক ফারুকী এবং রশিদ খান ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া এক উইকেট নেন নাভিন উল হক।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ