ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ

প্রকাশনার সময়: ২০ জুন ২০২৪, ১৮:৩৯

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আইসিসির এফটিফি অনুযায়ী সিরিজ নিশ্চিত থাকলেও এতদিন তারিখ নির্ধারিত হয়নি। অবশেষে দুই টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ সূচি ঘোষণা করেছে বিসিসিআই।

লাল বলের ক্রিকেট দিয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ১৯ জুন। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই ম্যাচের ভেন্যু কানপুর।

টেস্ট সিরিজের পর পাঁচ দিনের বিশ্রাম শেষে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর ধর্মশালায় মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচে হবে ৯ ও ১২ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ দিল্লি এবং শেষ টি-টোয়েন্টি হবে হায়দরাবাদে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ