ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫

যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের বড় লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২৪, ২২:২৮ | আপডেট: ১৯ জুন ২০২৪, ২২:৪৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে চমক দেখিয়ে প্রথমবার সুপার এইটে উঠেছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্রকে পাহাড় সমান ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বুধবার (১৯ জুন) টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

আগে ব্যাটিংংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ১১ বলে ১১ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন রেজা হেনড্রিক্স। তবে ব্যাট হাতে এগিয়ে যান আরেক ওপেনার কুইনটন ডি কক। ২৬ বলে ফিফটি করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন এইডেন মারক্রাম। ৪০ বলে ৭৪ রানের দারণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন ডি কক। পরের বলে ডাক আউট হন মিলার।

তবে যুক্তরাষ্ট্র বোলারদের উপর ছড়ি ঘোরাতে মারক্রাম। তবে ফিফটি পাননি এই প্রোটিয়া অধিনায়ক। ৩২ বলে ৪৬ রান করেন তিনি। এরপর ক্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে দারুণভাবে এগিয়ে যান হেইনরিচ ক্লাসেন।

শেষ পর্যন্ত ক্রিস্টান স্টাবসের ১৬ বলে ২০ রান এবং হেইনরিচ ক্লাসেনের ২২ বলের অপরাজিত ৩৬ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

যুক্তরাষ্ট্রের হয়ে সৌরভ নেত্রাভালকার এবং হারমীত সিং দুটি করে উইকেট শিকার করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ