বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বুধবার (১৯ জুন) সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি মারা যান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জানা গেছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন আলমগীর আলো। চিকিৎসার জন্য আমেরিকায়ও গিয়েছিলেন। চিকিৎসা শেষে দেশে ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফিরেই তাকে ভর্তি করা হয় বনানীর একটি হাসপাতালে। সেখানেই আজ সকালে মারা যান তিনি।
আলমগীর আলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে রয়েছেন দীর্ঘকাল ধরে। দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ও ক্রিকেটে ছিল তার সম্পৃক্ততা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবে কয়েক মেয়াদে ছিলেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ