ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে পর্তুগাল। কিন্তু প্রথমে এগিয়ে যায় চেক রিপাবলিকই। পরে তাদের আত্মঘাতী গোলে পর্তুগাল সমতায় ফিরলেও ম্যাচটা শেষ হতে যাচ্ছিল ড্রয়ে। সেখান থেকে ইনজুরি টাইমের গোলে নাটকীয় জয় পর্তুগিজদের। শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ইউরো মিশন শুরু করল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
বুধবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইএসপিএন।
প্রতিবেদনে বলা হয়, ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ঠ ইউরো অভিযান শুরু হলো জয় দিয়েই। তবে, ম্যাচে আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। খেলার একটা সময় পর্তুগিজ সমর্থকদের দেখা যায় চরম স্নায়ু চাপে। খেলার ৬২ মিনিটে চেক প্রজাতন্ত্রের হয়ে দারুণ এক গোল করেন লুকাস প্রোভড।
পর্তুগিজদের অবশ্য বেশিক্ষণ হতাশায় থাকতে হয়নি। ৭ মিনিট পরই সমতায় ফেরে তারা। ছয় গজ দূর থেকে নুনু মেন্ডেজের শট আটকে দিলেও হাতে রাখতে পারেননি চেক গোলরক্ষক স্টানেক। বল ছুটে সামনে দাঁড়িয়ে থাকা সতীর্থ রবিন রানাকের পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়।
৮৭ মিনিটে এগিয়ে উৎসবে মেতেছিল পর্তুগাল। কিন্তু ডিয়েগো জটার গোল বাতিল হয়ে যায় রোনালদো অফসাইডে থাকার কারণে। নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়।
তবে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটেই পেদ্রো নেতোর পাস ছয় গজ বক্সে পেয়ে তা জালে জড়িয়ে দেন বদলি ফ্রান্সিসকো কনসেইসাও।
এরপরই শুরু হয় নাটক! নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে দিয়েগো জোতার চেকের জালে বল পাঠালেও রোনালদো অফসাইড থাকায় বাতিল হয়ে যায় সেই গোল। তবে যোগ হওয়া সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা। ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুত পর্তুগাল।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ