ঢাকা, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ জিলহজ ১৪৪৫

ইউরোতে স্লোভাকিয়ার কাছে বেলজিয়ামের অবিশ্বাস্য হার

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১০:০৭

ইউরোর ২০২৪ সালের প্রথম অঘটনের স্বীকার হল বেলজিয়াম। র‍্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে থাকা দল স্লোভাকিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। প্রথম হাফে ইভান শ্রানজের গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেন।

জার্মানির স্টুটগার্টে সোমবার (১৭ জুন) ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা দল বেলজিয়াম ও ৪৮তম স্থানে থাকা দল স্লোভাকিয়া। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের ভুলে গোল পেয়ে যায় স্লোভাকিয়া। ম্যাচের সপ্তম মিনিটে ইভান শ্রানজ স্লোভাকিয়াকে এগিয়ে দেন।

ম্যাচের ৩য় মিনিটেই এগিয়ে যেতে পারত বেলজিয়াম। গোলমুখে রোমেলু লুকাকুর অবিশ্বাস্য মিসে গোল পাওয়া হয়নি তাদের। ৬ষ্ঠ মিনিটের মাথায় আবারও লুকাকুর মিস। ডানপ্রান্ত থেকে জেরেমি ডোকু আর বামপ্রান্তে লিসান্দ্রো ট্রসার্ডের বাড়ানো সব বল মিস করেন বেলজিয়ান নাম্বার টেন।

এমন মিসের শাস্তি দিতেই কিনা ৭ম মিনিটে গোল পায় স্লোভাকিয়া। প্রতিপক্ষ অর্ধে প্রেসিং করে বল দখলে নিয়েছিলেন কুচকা। শট নিয়েছিলেন গোলমুখে। যদিও তা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক কাস্তিলস। ফিরতি বলে গোল করেন ইভান শ্রাঞ্জ।

১-০ গোলে লিডের পর রক্ষণেই মনোযোগী হয় স্লোভাকিয়া। বিপরীতে ডোকু-ট্রসার্ড এবং ডি ব্রুইনা শাণাতে থাকেন আক্রমণ। যদিও তাতে কাজের কাজ হয়নি। ৪১ মিনিটে ফের সুযোগ মিস করেন লুকাকু।

বিরতির পর লুকাকুই গোল করেছিলেন। ৫৫ মিনিটে ট্রসার্ডের পাস থেকে গোল করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। কিন্তু, অফসাইডের কারণে বাতিল হয় তা। ৬৩ মিনিটে আবার হতাশ হয় বেলজিয়াম। বাকায়োকোর শট গোললাইন থেকে ফেরান স্লোভাকিয়ার হ্যাঙ্কো।

৮৬ মিনিটে ফের গোল পায় বেলজিয়াম। ডিবাস্টের লং বল রিসিভ করে ডিবক্সে চলে যান ওপেন্দা। সেখান থেকে বল পেয়ে গোল করেন লুকাকু। তবে ভিএআর চেকে দেখা যায়, বল রিসিভের সময় হ্যান্ডবল করেছিলেন ওপেন্দা। তাতেই বাতিল হয় বেলজিয়ামের আরেকটি গোল।

শেষ পর্যন্ত আর গোলই পাওয়া হয়নি তাদের। ১-০ গোলের হার দিয়ে ইউরোর প্রথম অঘটনের শিকার হলো বেলজিয়াম।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ