শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সুপার এইট নিশ্চিতের লক্ষ্যে ভোরে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৪, ১৮:২৫

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে নেপালকে হারিয়েই সুপার এইট নিশ্চিত করতে চায় টাইগাররা।

সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে টাইগাররা। পরে তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারায় শান্ত বাহিনী। এতে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের দৌড়ে টিকে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের বিশ্বকাপে সুপার এইটে খেলতে নেপালকে হারাতে হবে। কমপক্ষে এক পয়েন্টেও শেষ আটের সুযোগ থাকবে। এমনকি হারলেও সুযোগ থাকবে। এক্ষেত্রে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তখন রান রেট বিবেচনায় দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে খেলবে টাইগাররা।

বর্তমানে ডাচদের চেয়ে রান রেটে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ০ দশমিক ৪৭৮ নেট রান রেটের বিপরীতে ডাচদের নেট রানরেট মাইনাস শূন্য (০) দশমিক ৪০৮। তাই হিমালয়ের ছেলেদের কাছে হারলেও নেট রান রেটের তফাৎ যাতে বেশি না হয়, সেইদিকেও খেয়াল রাখতে হবে।

এর আগে, ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ড টপকাতে পারেনি টাইগাররা। এবার বাংলাদেশের সামনে দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে সুপার এইটে খেলার সুবর্ণ সুযোগ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ