মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

শরিফুলের বদলে কাউকে নিতে চাচ্ছে না বাংলাদেশ

প্রকাশনার সময়: ০৬ জুন ২০২৪, ১৮:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম। এতে চলতি বিশ্বকাপে বাঁহাতি পেসারের খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছে। কিন্তু তার বদলে কাউকে দলে নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের হার্দিক পান্ডিয়ার স্ট্রেট ড্রাইভের শট ধরতে গিয়ে বোলিং হাতে ইনজুরির কারণে ছয়টি সেলাই পড়েছে শরিফুলের।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তার ইনজুরি আমাদের জন্য বড় চিন্তার বিষয়। তার হাতে ছয়টি সেলাই পড়েছে। তার রিকভারি প্রক্রিয়া মূল্যায়ন করতে আমাদের আরও কিছুদিন সময় নিতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ না থাকলেও ডালাসে বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন শরিফুল। যেহেতু দলের সাথে আরেক পেসার হাসান মাহমুদ ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন, তাই প্রয়োজনে শরিফুলের জায়গায় তার সেবা নিতে পারে বাংলাদেশ।

তিনি আরও বলেন, ‘ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আমাদের সাথে আছেন হাসান। আমরা শরিফুলকে পেতে আগ্রহী কারণ দলের জন্য ধারাবাহিকভাবে ভালো করেছেন তিনি।’

প্রধান নির্বাচক বলেন, ‘৯ জুন আমরা শরিফুলের অবস্থার মূল্যায়ন করবো এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। আমরা দেখতে চাই শরিফুল কত দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

সুপার এইটে পর্বের আগে শরিফুল সুস্থ হয়ে উঠবেন আশা করা হচ্ছে। কিন্তু গ্রুপ পর্বের বাঁধা বাংলাদেশ টপকাতে পারে কিনা, সেটিই দেখার বিষয়।

৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে। একদিন বিরতি দিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দলটি। এরপর ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ