ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৪, ২০:১১ | আপডেট: ০৫ জুন ২০২৪, ২০:২৩
ফাইল ছবি

দীর্ঘ ১৫ বছর পর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও আয়ারল্যান্ড। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বুধবার (৫ জুন) নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে, সবশেষ ২০০৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও আয়ারল্যান্ড। ইংল্যান্ডের নটিংহামে অনুষ্ঠিত ওই ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছিল ভারত। এরপর গত ছয়টি সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক লড়াইয়ে দেখা হয়নি তাদের। তাই এবারের বিশ্বমঞ্চের দেখায় জয় দিয়ে উদযাপন করতে চায় দুই দলই।

এদিকে, ২০০৯ বিশ্বকাপের পর তিন দফায় ভারতের সঙ্গে ৬টি ম্যাচ খেলেছে আইরিশরা। যেখানে সবগুলো ম্যাচই জয় পেয়েছে ভারত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লোরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ