ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৪, ১৮:২৩

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। টপ-অর্ডার এই ব্যাটারের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টাইগাররা। যদিও শান্তর অধীনে সাফল্য এখনও না পাওয়ায় তার অধিনায়কত্ব নিয়ে নানান আলোচনা-সমালোচনা রয়েছে। তবে সময় দিলে শান্ত ভালো করবেন বলে দাবি মাহমুদউল্লাহ রিয়াদের।

বুধবার (৫ জুন) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক সাক্ষাৎকারে নিজের পর্বে একথা জানান রিয়াদ।

মাহমুদউল্লাহর ভাষ্য, ‘সে খুব ভালো নেতা। খুব ভালো অধিনায়ক। গেম-সেন্স খুব ভালো। ম্যাচের প্রতি মনোযোগও খুব ভালো। কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে। কিছুদিন হলো অধিনায়কের দায়িত্ব পেয়েছে, সময় দিতে হবে তাকে। আশা করি, ওর যে নেতৃত্বগুণ আছে, ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে।’

নিজের ক্যারিয়ারের উত্থান-পতন প্রসঙ্গে তার মন্তব্য, ‘উত্থান-পতন তো আমার ক্যারিয়ারে কম-বেশি ছিলই। আমি সব সময়ই আল্লাহর ওপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সব সময় যা কিছু বলার আমি বলি। আমি সবসময়ই বিশ্বাস করি, আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুরই একটি শিক্ষণীয় বিষয় থাকে—এটাই আমি বিশ্বাস করি।’

অভিজ্ঞ এই অলরাউন্ডার যোগ করেন, ‘জাতীয় দলের প্রতিনিধিত্ব করা, সেটা সিরিজ হোক কিংবা কোনো মেগা ইভেন্ট হোক, সবসময়ই স্পেশাল। যখনই নতুন জার্সিটা পাই, সব সময়ই খুব ভালো লাগে।’

টাইগার ভক্তদের উদ্দেশে রিয়াদ বলেন, ‘আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ। অনেক অনুভূতি নিয়ে উনারা খেলা দেখেন। উনারা চায়, আমরা ভালো করি। তো সবদিক থেকে বিবেচনা করে যে এতদূর আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, এটাই অনেক, আলহামদুলিল্লাহ।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ