ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিয়ালে পছন্দের জার্সি পাচ্ছেন না এমবাপ্পে

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ১৮:০৫

অবশেষে রিয়াল মাদ্রিদে নাম লেখালেন কিলিয়ান এমবাপ্পে। আগামী মৌসুমের শুরু থেকেই স্প্যানিশ ক্লাবটির হয়ে মাঠে নামবেন এই ফরাসি তারকা। তবে ক্লাবের হয়ে আপাতত পছন্দের জার্সি পাচ্ছেন না এমবাপ্পে। তাই এখন তাকে ‘৯ নম্বর’ জার্সি পরতে হবে।

ক্লাব পর্যায়ে এতদিন ‘৭ নম্বর’ ও আন্তর্জাতিক পর্যায়ে ‘১০ নম্বর’ জার্সি পরেছেন এমবাপ্পে। আপাতত এই দুটির কোনোটিই খালি নেই। সাত নম্বর জার্সি ভিনিসিয়ুস জুনিয়র ও ১০ বরাদ্দ লুকা মদ্রিচের জন্য। ভিনিসিয়ুসের সামনে এখনও লম্বা ক্যারিয়ার বাকি, মদ্রিচও এক বছরের চুক্তি বাড়িয়েছেন। তাই অন্তত আগামী মৌসুমে ৯ নম্বর জার্সিই পরতে হবে এমবাপ্পেকে।

ফ্রান্সের সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান অবশ্য জানিয়েছে, এমবাপ্পের এই জার্সি নম্বর সাময়িক সময়ের জন্য। রিয়ালের হয়ে ১০ নম্বর জার্সিটাই পরতে চান এমবাপ্পে। তবে আপাতত মদ্রিচকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল, ফরাসি তারকার চাওয়াও একই।

২০২৫-২৬ সালের দিকে এমবাপ্পেই হবেন মাদ্রিদের নতুন নম্বর টেন। লুইস ফিগো, সেদোরোফ, রিচার্ড গেলেগো ও ফ্রাঙ্ক পুসকাসের মতো তারকারা পরেছিলেন এই জার্সি। ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর এমবাপ্পের মতোই ‘৯ নম্বর’ জার্সি পরতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকেও। পরে তার সাত নম্বর জার্সি ইতিহাসের অংশ হয়েছিল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ