ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

৯ জনের দল নিয়েও নামিবিয়াকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

প্রকাশনার সময়: ২৯ মে ২০২৪, ১৩:৪৬ | আপডেট: ২৯ মে ২০২৪, ১৪:১৬

ছয়জন এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাই মূল দলের ৯ জন আর সাপোর্ট স্টাফদের দিয়ে ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। শক্তি কমে গেলেও অজিদের এ দলটা যে কত বড় হুমকি হতে পারে তারই ঝলক দেখা গেলো টি-২০ বিশ্বকাপ শুরুর আগে। তারা নামিবিয়াকে প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে হারিয়েছে।

আইপিএল শেষ করে বিশ্রামে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। এ ছাড়াও ফাইনাল ম্যাচে খেলার কারণে নির্দিষ্ট সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি ট্রাভিস হেড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। অর্থাৎ ১৫ সদস্যের ছয়জনই ছিলেন দলের বাইরে।

নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার জন্য বিশ্বকাপ স্কোয়াডের ৯ জন ছিলেন অ্যাভেইলেবল। এই ৯ জনকে নিয়েই মাঠে নামে অস্ট্রেলিয়া। বাকি ক্রিকেটরা তখন দলের সঙ্গে যোগ দিয়েছিল ঠিকই। কিন্তু ভ্রমণ ক্লান্তির কারণে মাঠে নামতে পারেননি।

একাদশ সাজানোর সুবিধার্থে একটা পর্যায়ে দলের হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড, দুই সহকারী কোচ ও প্রধান নির্বাচক মিলিয়ে চারজন বিকল্প ফিল্ডারও মাঠে নামায় অস্ট্রেলিয়া।

তবে ৯ জনের দল নিয়েই নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে অসিরা। এদিন আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৯ রান করে নামিবিয়া। সর্বোচ্চ ৩৮ রান করেন জানি গ্রিন।

জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার। ২০ বলে ফিফটি তুলে নেন অভিজ্ঞ এই ব্যাটার।

২১ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেই মাঠ ছাড়েন ওয়ার্নার। আর ৫ বলে ১২ রান করে ওয়ার্নারের সঙ্গে দল জিতিয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটার ম্যাথিউ ওয়েড।

তার আগে আউট হয়েছেন অধিনায়ক মিচেল মার্শ (১৪ বলে ১৮ রানআউট), জস ইঙ্গলিস (৪ বলে ৫) ও টিম ডেভিড (১৬ বলে ২৩)।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। এ ছাড়া দুই উইকেট নেন জস হ্যাজলউড।

৬ জুন ওমানের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে অজিদের প্রতিপক্ষ ইংলিশরা। এরপর নামিবিয়া এবং স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে কামিন্সরা। নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ