৭৪ ম্যাচ পরে আইপিএল ২০২৪-এর বিজয়ী দল নির্বাচিত হল। সান রাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ট্রফি জিতল কেকেআর। ২০১৪ সালে দ্বিতীয়বারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর। সেবারও অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। তারপর ২০২১ সালে জয়ের দোরগোড়ায় গিয়েও ধোনির সামনে হার শিকার করতে হলো শাহরুখের দলকে।
তিন বছর পর ভাগ্য়দেবতা প্রসন্ন হল নাইটশিবিরের উপর। অসুস্থ শরীরেও দলের হয়ে গলা ফাটাতে রোববার (২৬ মে) বিকেলে চেন্নাই পৌঁছেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুখে মাস্ক ঢেকে খানিক নিস্তেজ এসআরকে-র মুখ বারেবারে ভেসে উঠেছে টিভি স্ক্রিনে।
তবে শেষ মুহূর্তে বদলে যায় শাহরুখের চেহারা। ম্যাচ জিতে আইপিএলে চ্যাম্পিয়নশিপ খেতাব পাওয়া মাত্রই পাশে থাকা স্ত্রীকে জড়িয়ে ধরেন। এরপর একে একে প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
আবেগে ভেসে মেয়ে সুহানাকে জড়িয়ে ধরেন শাহরুখ খান। সুহানাকে বলতে শোনা গেল, ‘আর ইউ হ্যাপি নাও?’ (কী এবার খুশি তো?) যেন কোনও বিরাট বোঝা নামল শাহরুখের বুক থেকে! ততক্ষণে হাসিতে উজ্জ্বল সুহানার মুখ। পাশেই দাঁড়িয়ে দুই ছেলে আরিয়ান ও আব্রাম। বাবা-মেয়ের আবেগ দেখে ভক্তরাও কান্নায় ভেঙে পড়েন।
শাহরুখ খান অনেক ব্যস্ততার মাঝে থাকলেও একজন পারিবারিক মানুষ । যেকোনো বড় পার্টি বা আইপিএল ম্যাচ, স্ত্রী-সন্তানদের নিয়ে সর্বত্রই শাহরুখের উপস্থিতি দেখা যায়। এবার পরিবারকে নিয়ে বাইশ গজে নিজের টিমের সাফল্যেরও সাক্ষী থাকলেন ।
এদিন কেকেআরের তারকা ক্রিকেটার হর্ষিত রানা কোলে তুলে নেন। হর্ষিতকে ফ্লায়িং কিস দেওয়া শেখালেন শাহরুখ। এ সময় কিং খান বলেন, ‘টিমের প্রত্যেককে আমার সঙ্গে দাঁড়াতে হবে এবং আমি বলবো ১,২,৩ তখন এইটা করতে (উড়ন্ত মুর ভঙ্গি) হবে’।
প্যাট কামিন্সের দল টসে জিতলেও ২২ গজে কেকেআরের সামনে টিকতে পারে নি। প্রথমে ব্যাট করে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। এরপর ব্যাট করতে নেমে মাত্র ১০.৩ ওভারেই নির্ধারিত রান তুলে ৮ উইকেটে সহজ জয় পেয়েছে কেকেআর। ম্যাচ সেরা হয়েছেন অজি বোলার মিচেল স্টার্ক।
আইপিএল ২০২৪-এর সব থেকে বেশি রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ জিতেন বিরাট কোহলি। আরসিবি তারকা ১৫ ম্যাচে ব্যাট করতে নেমে ৭৪১ রান সংগ্রহ করেন। তবে এই সিজনেও ট্রফি থেকে লক্ষ যোজন দূরেই থাকলেন কিং কোহলি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ