ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লজ্জার হারে যে দায় চাপালেন শান্ত

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১০:৪২ | আপডেট: ২২ মে ২০২৪, ১০:৪৭

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে যাওয়া যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ মে) রাতে প্রিইরে স্টেডিয়ামে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ। সহযোগী ও নবীন দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই রান ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশের বোলাররা। আর লজ্জাজনক এ হারের পর মুখ খুললেন দলপ্রধান শান্ত।

যুক্তরাষ্ট্রের কাছে হেরে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খারাপ ব্যাটিংয়ের দায় দেখছেন। জানান, ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ টপ অর্ডারদের ব্যর্থতায় ধুকতে থাকে বাংলাদেশ। শুরুটা ভালো হয়েছিল জানিয়ে শান্ত বলেন, ‘মাঝখানে কয়েকটা উইকেট হারিয়ে আমরা বিপাকে পড়েছি। আরও ২০ রান বেশি হলে হয়তো আমরা জিততে পারতাম। আমাদের আরও ২০ রানের প্রয়োজন ছিলো। তাহলে লড়াকু স্কোর হতো।’

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। তবে, ব্যাটার আর পেসাররা নিজেদের স্বভাব অনুযায়ী খেলতে পারেনি। ব্যাটাররা ফর্মে আসবে এমন আশা প্রকাশ করে পরের ম্যাচে প্রত্যাবর্তন করার ইঙ্গিতও দেন এই টপ অর্ডার ব্যাটার।’

নয়াশতাব্দী/এনএইচ/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ