জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ২০২১ সালে। এ কারণে বিশ্বকাপ খেলা হয়নি। কিন্তু রেয়াল মাদ্রিদের জার্সিতে এই মৌসুমে এতটাই দুর্দান্ত যে অবসর ভেঙে তাঁকে ফিরিয়ে এনেছে জার্মানি। টনি ক্রুস এই মৌসুমে যেন নিজের সেরা সময়টা আবার ফিরে পেয়েছেন। এমনই দুর্দান্ত ফর্মে আছেন যে সাবেক সতীর্থ ইসকো টুইটারে অনুরোধ করেছেন আরও ৪/৫ বছর যেন খেলা চালিয়ে যান।
বয়স মাত্র ৩৪, চাইলেই ইসকোর অনুরোধ রাখতে পারতেন ক্রুস। ক্লাব সতীর্থ মদরিচ ৩৮ বছরেও আবার মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইছেন। কিন্তু সেরা সময়েই বিদায় নিতে চান ক্রুস। মৌসুমের শেষ টুর্নামেন্ট ইউরো খেলেই বিদায় নেবেন জার্মান স্নাইপার।
মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় ৪টা ৫৬ মিনিটে আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রুসের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মাদ্রিদ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে টনি ক্রুস ২০২৪ ইউরোর পর পেশাদার ফুটবলার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। টনি ক্রুস এমন এক খেলোয়াড়, যিনি এরই মধ্যে রিয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ এবং বিশ্ব ও ক্লাবের কিংবদন্তিদের একজন। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চায় রিয়াল মাদ্রিদ।’
২০১৪ বিশ্বকাপের পর মাদ্রিদে যোগ দেওয়া ক্রুস ১০ বছরে ৪৬৩ ম্যাচে ২২টি শিরোপা জিতেছেন। চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ইউরোপিয়ান সুপার কাপ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ, চারটি লা লিগা, চারটি স্প্যানিশ সুপার কাপ ও একটা কোপা দেল রে জিতেছেন। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৪ বিশ্বকাপ।
বায়ার্ন মিউনিখের হয়েও তিনটি বুন্দেসলিগা, তিন জার্মান কাপ, দুটি জার্মান সুপার কাপ, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন।
ক্রুসের বিদায়ী বার্তায় মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় টনি ক্রুস এবং এই ক্লাব আজীবন তার ঘর হয়ে থাকবে।’
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ