ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপ নিয়ে লিটনের পরিকল্পনা 

প্রকাশনার সময়: ২১ মে ২০২৪, ১৩:১৭

আর ১১ দিন পরই মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে বেশকটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার শুরুটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে। সেই সিরিজের আগে বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন ওপেনার লিটন দাস।

মঙ্গলবার (২১ মে) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশ দলের সম্ভাবনা, নিজের অফফর্ম ও বিশ্বকাপ প্রসঙ্গে নিজের পরিকল্পনা জানান লিটন।

লিটন বলেন, ‘২০২২ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দল খুবই ভারসাম্যপূর্ণ। আমরা অনেকগুলো সিরিজ জিতেছি এবং ভালো ক্রিকেট খেলছি। বিশ্বকাপে কম-বেশি সব দলই চাপে থাকবে। ফলাফল নিয়ে চিন্তা না করে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। তাহলে আমাদের ভালো একটা সুযোগ থাকবে।’

বাংলাদেশ দল প্রসঙ্গে লিটন বলেন, ‘আমরা আসলে দল হিসেবে ২০২১ ও ২০২২ বিশ্বকাপে ভালো করতে পারিনি। আমি নিজেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমি যে লেভেলের প্লেয়ার সেই লেভেলে কিন্তু পারফর্ম করতে পারিনি। উদাহরণস্বরুপ বলা যায়, আমি যদি আগের দুই বিশ্বকাপে যদি ১০০ রান বা এর চেয়েও কম করি, এই বিশ্বকাপে সেটা ছাপিয়ে ১০১ রান করতে চাই। অতীতে যা করি নাই, তার থেকে ভালো কিছু করতে চাই এবার।’

‘আমরা যারা টপ অর্ডারে আছি, সবাই কিন্তু নিজেদের ব্যাটিং নিয়ে চিন্তা করি জানিয়ে এই টাইগার ব্যাটার বলেন, কাজটা এতটা সহজ না যে মাঠে গেলাম আর একশ মেরে দিলাম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটে অনেক পার্থক্য আছে। বিশ্বকাপেও ব্যাটাররা সেঞ্চুরি করে। তবে সেটা মাঝেমধ্যে ২-১ জনই করতে পারে। আমাদেরও সেই সুযোগ আছে। টপ অর্ডারে ব্যাটারাও ভালো। চেষ্টা সবার ভিতরেই থাকবে। ’

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ