ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্বাসরুদ্ধকর ম্যাচে চেন্নাই বনাম বেঙ্গালুরু

প্রকাশনার সময়: ১৮ মে ২০২৪, ১২:১৬

শেষ সময়ে জমে উঠেছে আইপিএলের এবারের আসর। জঠিল হয়ে গেছে প্লে-অফের সমীকরণ। বাঁচা মরার ম্যাচে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে যে দল হারবে তার প্লে-অফের আশা শেষ হয়ে যাবে। তবে চেন্নাইয়ের আশা কিছুটা বেঁচে থাকবে। কিন্তু বেঙ্গালুরু হারলে বিদায় নিতে হবে কোহলিদের।

এমন সমীকরণ মাথায় নিয়ে শনিবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল। ১৩ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। অপর দিকে ১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে আছে বেঙ্গালুরু। প্লে-অফে যেতে হলে বিকল্প নেই দুই দলের।

এই দুই দলের মধ্যে কিছুটা চেন্নাই এগিয়ে। এক ম্যাচ হাতে রেখেই তাদের নামের পাশে আছে ১৪ পয়েন্ট। তাই বেঙ্গালুরুকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই প্লে অফের টিকিট পাবে রুতুরাজ গায়কোয়াড়ের দল। কোনো কারণে যদি খেলা মাঠে না গড়ায় বা পরিত্যাক্ত হয় তাহলেও প্লে অফ নিশ্চিত করবে চেন্নাই। এমনকি আজকের ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে হারলেও সুযোগ থাকবে চেন্নাইয়ের। তাই জয়ের বিকল্প নেই দুই দলের।

সেই হিসেব মতে, বেঙ্গালুরু আগে ব্যাট করতে নেমে ২০০ রান করলে। চেন্নাই যদি ১৮৩ রানও করতে পারে অর্থাৎ ১৮ রানের চেয়ে কম রানের ব্যবধানে হারলেও প্লে অফে যাবে গায়কোয়াড়ের দল। আর চেন্নাই আগে ব্যাটিং করে যদি ২০০ রান করে। তাহলে ১৮ ওভার ১ বলের মধ্যে সেই রান তাড়া করতে জিততে হবে বেঙ্গালুরুকে। তবে কোহলিরা ম্যাচ জিতলেও নেট রান রেটের ব্যবধানে প্লে অফে যাবে চেন্নাই।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ