অলিম্পিকের জনক গ্ৰিস। তিন হাজার বছর আগের অলিম্পিক গেমসের জম্ম। এবার অলিম্পিকের আয়োজন করতে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ফ্রান্স। তাই অলিম্পিকের মশাল জ্বালিয়ে পালতোলা বেলেম নামক জাহাজে রওনা হচ্ছে পেরিয়ার বন্দর হয়ে করিনতোস ক্যানেলের মধ্যে দিয়ে রওনা হচ্ছে মশালবাহি পালতোলা জাহাজ।
আইকনিক ঐতিহ্যবাহী শত বছরের পুরনো পালতোলা ফরাসি জাহাজ বেলেম যা শনিবার সকালে অলিম্পিক শিখাকে স্বাগত জানায় যা গ্রীসের চারপাশে ভ্রমণ করে ফ্রান্সে নিয়ে যায়। গ্ৰিসের প্যানাথেনাইক স্টেডিয়ামে শিখা জ্বালানো আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। আধুনিক অলিম্পিক গেমসের পুনরুজ্জীবনের জন্য প্রথম একবার ১৮৯৬ সালে এই পালতোলা জাহাজে করে ফ্রান্সে গিয়েছিল।
শনিবার পেরিয়া থেকে যাত্রা করে এবং ভূমধ্যসাগরের মধ্য দিয়ে মার্সেইলে গিয়ে পৌছাবে ৮ মে। ফ্রান্সের রাষ্ট্রদূত লরেন্স আয়ার, ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্টেরা, মার্সেই শহরের প্রতিনিধি এবং পেরিয়াস মেয়র ইয়ানিস মোরালিস এ সময় উপস্থিত ছিলেন।
"প্যারিস 2024" আয়োজক কমিটির সভাপতি, ক্যানোতে ফরাসি ট্রিপল অলিম্পিক চ্যাম্পিয়ন টনি এস্টানগুয়েট বেলেমে অলিম্পিক শিখা জ্বালিয়ে লিয়ে শুরু করেন মাত্রা।
প্রাচীন গ্রীসে, অলিম্পিক প্রতি চার বছর অন্তর অন্তর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হত, পেলোপোনিস উপদ্বীপের পশ্চিম অংশে অবস্থিত দেবতা জিউসকে উৎসর্গ করে। গ্ৰিসে অলিম্পিক গেমস ছিল একটি প্রধান সাংস্কৃতিক এবং অ্যাথলেটিক ইভেন্ট, এবং সমস্ত গ্রীস থেকে ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অলিম্পিয়ায় জড়ো হতো। জিওসি’র পুত্র হারকিউলিস অলিম্পিককে ধরে রেখে আজ এ পর্যন্ত ছড়িয়েছে।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ