আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন।
এছাড়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও শিভাম দুবেও এই দলে আছেন। তবে মূল দলে জায়গা হয়নি শুভমান গিল ও রিংকু সিংয়ের। রিজার্ভ হিসেবে তাদের রাখা হয়েছে।
এদিকে শিভাম দুবের সঙ্গে হার্ডিক পান্ডিয়াকেও বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকা ঋষভ পান্ত। তবে আইপিএলে ফিরেই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি।
সাঞ্জু ফেরায় বাদ পড়েছেন অভিজ্ঞ কেএল রাহুল। মূলত টপ-অর্ডার স্লট না থাকায় স্কোয়াডে জায়গা হয়নি তার।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পন্ত, সাঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
ট্রাভেলিং : শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ