চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল যাত্রাটা খারাপ কাটেনি মুস্তাফিজুর রহমানের। ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়ে আছেন টাইগার এই পেসার। তবে সর্বশেষ ম্যাচে নায়ক বনে যাওয়ার দারুণ সুযোগ হারিয়েছেন তিনি। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লাখনৌ সুপার জায়ান্টসের। তবে মাত্র ৩ বলেই সেই রান দিয়ে দেন মুস্তাফিজ। এতে সমালোচনার মুখে পড়েছে তিনি। যদিও নিজের এমন খারাপ সময়ে পাশে পাচ্ছেন খালেদ মাহমুদ সুজনকে।
মুস্তাফিজকে নিয়ে গতকাল বুধবার গণমাধ্যমে সুজন বলেন, ‘খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেই উত্থান-পতন থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। মুস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড়। ভালো করবে খারাপ করবে এ রকম সময় আসবেই। তাকে আমাদের সমর্থন করতে হবে। মুস্তাফিজ একা ম্যাচ জেতাবে তাহলে তো বাংলাদেশের আর কোনো পেসারের দরকার ছিল না, মুস্তাফিজ খেললেই হতো।’ চেন্নাইয়ের এমন হারে মুস্তাফিজকে দোষ দেওয়ার কিছু নেই দাবি সুজনের, ‘অবশ্যই দল হিসেবে খেললে একদিন মুস্তাফিজের খারাপ দিন যাবে কিংবা তাসকিন-শরিফুলের যাবে। কিন্তু দল হিসেবে যখন আমরা ম্যাচ জিতব তখন ওই খারাপটাকে খারাপ বলা যাবে না। মুস্তাফিজকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই দেই না। এটা খেলার অংশ। তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই তখন যে কোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত।’
মুস্তাফিজকে পরামর্শ দিয়ে সুজন বলেন, ‘মুস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সে সব দারুণ ছিল সেটাও মানতে হবে। সে রকম খেলোয়াড়দের ভালো-খারাপ দিন থাকবেই। উইকেটের সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারেনি। বলটা হয়তো গ্রিপ করতে পারেনি। এটা হতেই পারে। তবে মুস্তাফিজকে সতর্ক থাকতে হবে। এটা আমার কথা।’
নয়া শতাব্দী /আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ