চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। রিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতি কাটিয়ে দলে ফিরেছেন রুবায়া হায়দার ঝিলিক।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ভারত সিরিজে জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৮ এপ্রিল। এরপর ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ভারত-বাংলাদেশ সিরিজের শেষ তিন ম্যাচে মুখোমুখি হবে যথাক্রমে ২, ৬ ও ৯ মে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ঘরের মাঠে বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বিপক্ষে এ সিরিজকে গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।
স্ট্যান্ড বাই: সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ