ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চার উইকেট হারিয়ে চাপে অজিরা

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ১৩:০০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে না পারলে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লজ্জায় ডুববে টাইগ্রেসরা।

তবে বৃহস্পতিবার (৪ মার্চ) সম্মান রক্ষার এই ম্যাচে দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে দ্রুত চারটি উইকেট তুলে নিয়ে অজিদের চাপে ফেলে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান।

অধিনায়ক অ্যালিসা হিলি ২৯ বলে ৪৫ রান করে আউট হন। এছাড়া বেথ মুনি ১০, এলিসে পেরি ৮ ও অ্যাশলেই গার্ডনার ১৬ রান করেন। টাইগ্রেসদের হয়ে নাহিদা আক্তার একাই ৩টি উইকেট দখল করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালিসা হিলি (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারহ্যাম, গ্রেস হ্যারিস, অ্যানাবেল সাদারল্যান্ড, সোফি মোলিনাক্স, মেগান শুট, টেলা ভ্লেমিঙ্ক।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শরিফা খাতুন, ফারিহা তৃষ্ণা

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ