ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হারের পর এবার দ্বিতীয়ও ম্যাচেও হারলো বাংলাদেশ। জয়-শান্ত-লিটনদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯২ রানের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার (৩ এপ্রিল) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে ২৪৩ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের।
শেষ ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কেবল ৭৬ মিনিট আটকে রাখতে পারলো বাংলাদেশ। দিনের দ্বিতীয় ঘণ্টায় তারা গুটিয়ে গেল ৩১৮ রানে। পঞ্চম দিন ১৮ ওভারে ৫০ রান যোগ করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ১১০ বলে ৮১ রানে।
দিনের শুরুতে ড্রেসিং রুমে ফেরেন তাইজুল ইসলাম। পরে হাসান মাহমুদের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন মিরাজ। পরপর দুই ওভারে হাসান ও সৈয়দ খালেদ আহমেদকে আউট করে বাংলাদেশকে গুটিয়ে দেন লাহিরু কুমারা।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন কুমারা। এ ছাড়া কামিন্দু মেন্ডিস নেন ৩ উইকেট।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ