ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খরুচে বোলিংয়ের পরও জোড়া রেকর্ড মুস্তাফিজের

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২৪, ১০:৫২

আইপিএলে দারুণ সময় পার করছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। দলটির হয়ে টানা তৃতীয় মাচ খেলতে নেমেছেন তিনি। যদিও প্রথম দুই ম্যাচের মতো আজ সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। উল্টো খরুচে দিন কেটেছে তার।

রোববার (৩১ মার্চ) টুর্নামেন্টটির ১৩ম ম্যাচে বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালের মুখোমুখি হয় চেন্নাই। ভেন্যুটিতে বেশ রান উঠবে সেটি আগেই জানা ছিল। ম্যাচজুড়েও আগে ব্যাট করা দিল্লির ব্যাটাররা সেটি সত্যি প্রমাণ করেছেন। যেখানে বাদ যাননি টাইগার পেসার মুস্তাফিজও। তবে এক উইকেট শিকারের মধ্য দিয়ে তিনি দুটি রেকর্ড গড়েছেন।

টি-টোয়েন্টিতে তিনশ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন মুস্তাফিজ। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যা দ্বিতীয়। এর আগে সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে প্রথম তিনশ উইকেটের মাইলফলক পেরিয়েছেন। এক্ষেত্রে অবশ্য ফিজ ওই রেকর্ড গড়েছেন দ্রুততম বোলার হিসেবে। ২৪৩তম ম্যাচে তিনি তিনশ উইকেটের অঙ্ক ছুঁয়েছেন। এর আগে সাকিব একই কীর্তি গড়তে খেলেছেন ২৬১ টি-টোয়েন্টি ম্যাচ।

এছাড়া টাইগারদের মধ্যে কম বয়সী বোলার হিসেবেও তিনশ উইকেট পেয়েছেন ফিজ। বাঁ-হাতি এই পেসারের বর্তমান বয়স ২৮ বছর। এর আগে সাকিব যখন তিনশতম টি-টোয়েন্টি উইকেট পেয়েছেন তখন তার বয়স ছিল ৩১ বছর। সবমিলিয়ে ৪২৮টি টি-টোয়েন্টি ম্যাচে সাবেক এই টাইগার অধিনায়ক ৪৮২ উইকেট পেয়েছেন। ফরম্যাটটিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় পাঁচ নম্বরে আছেন সাকিব।

উল্লেখ্য, দিল্লির বিপক্ষে আজ চার ওভার বল করে ৪৭ রান খরচ করেছেন ফিজ। বিনিময়ে পেয়েছেন এক উইকেট। চেন্নাই বোলারদের মার খাওয়ার দিনে দিল্লি আগে ব্যাট করে ১৯১ রানের বড় পুঁজি গড়েছে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ