হতাশার এক সেশন কাটিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। এরপর ফিরেই উইকেটের দেখা পায় স্বাগতিকরা। মেন্ডিস-করুনারত্নে জুটিতে সেই আনন্দ ফিকে হয় অনেকটাই। তবে তা একেবারে ম্লান হতে দেননি হাসান মাহমুদ।
অভিষিক্ত পেসারের হাত ধরে আবারও ব্রেক-থ্রু পেল শান্ত বাহিনী! সেইসঙ্গে নিজের অভিষেক উইকেটও পেলেন হাসান। নিজের তৃতীয় স্পেলের প্রথম বলেই লঙ্কান অপেনারকে বোল্ড করেন টাইগার পেসার।
ফেরার আগে ১২৯ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন করুনা। মারেন ৮টি চারের সঙ্গে একটি ছয়ও। যাতে দলীয় ২১০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।
তবে ৬২ রান নিয়ে অপরাজিত আছেন কুশল মেন্ডিস। এ নিয়ে লঙ্কান টপ অর্ডারের তিন ব্যাটারই ফিফটির দেখা পেলেন। মেন্ডিসের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এর আগে মিরাজের করা ইনিংসের ২৯তম ওভারের পঞ্চম বলটি কাভারে খেলেছিলেন করুনারত্নে। দুই রান নিতে দ্রুত প্রান্ত বদল করতে চেয়েছিলেন মাদুশকা। তাকে ফেরত পাঠান করুনারত্নে।
তবে হাসান মাহমুদেরর দুর্দান্ত থ্রোতে উইকেট ভেঙে দেন উইকেটকিপার লিটন দাস। রান-আউটে কাটা পড়ে ৫৭ রানে থামলেন নিশান মাদুশকা। দলীয় ৯৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০৫ বলে ছয়টি চারের মারে ইনিংসটি সাজান মাদুশকা।
তার আউটে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে দিমুথ করুনারত্নের সঙ্গে জুটি বাধেন কুশল মেন্ডিস।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ