ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে পেসার তাসকিন আহমেদের বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন গাজী গ্রুপের ব্যাটার আল-আমিন জুনিয়র। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার আঘাত কতটা গুরুতর, তা জানার জন্য সিটি স্ক্যান করানো হবে বলে জানা গেছে।
শনিবার (২৯ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলের ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ও গাজী গ্রুপ। ম্যাচের এক পর্যায়ে গাজী গ্রুপের হয়ে ব্যাটিংয়ে থাকা আল-আমিনের উদ্দেশ্যে বল করেন তাসকিন। তার হালকা লাফিয়ে ওঠা বলটি আল-আমিন ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ তিনি। বল সোজা আঘাত করে তার মাথায়। এরপর মাটিতে হাঁটু গেড়ে বসে যান আল-আমিন। প্রতিপক্ষ ফিল্ডাররা দৌঁড়ে এসে অবস্থা বোঝার চেষ্টা করেছেন।
কিছুক্ষণ পরে সতীর্থদের সহায়তায় মাঠ ছেড়ে যান তিনি। আপাতদৃষ্টিতে আল-আমিনকে সুস্থ মনে হলেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সিটি স্ক্যানের পর তার চোটের সর্বশেষ অবস্থা জানা যাবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ