হতাশার এক সেশন কাটিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। এরপর ফিরেই দুর্দান্তভাবে কামব্যাক করেছে স্বাগতিকরা। এতে অবশেষে বহুল প্রত্যাশিত উইকেটের দেখাও পেয়েছে শান্ত বাহিনী!
মিরাজের করা ইনিংসের ২৯তম ওভারের পঞ্চম বলটি কাভারে খেলেছিলেন করুনারত্নে। দুই রান নিতে দ্রুত প্রান্ত বদল করতে চেয়েছিলেন মাদুশকা। তাকে ফেরত পাঠান করুনারত্নে। তবে হাসান মাহমুদেরর দুর্দান্ত থ্রোতে উইকেট ভেঙে দেন উইকেটকিপার লিটন দাস। রান-আউটে কাটা পড়ে ৫৭ রানে থামলেন নিশান মাদুশকা। দলীয় ৯৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০৫ বলে ছয়টি চারের মারে ইনিংসটি সাজান মাদুশকা।
তার আউটে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে দিমুথ করুনারত্নের সঙ্গে জুটি বাধেন কুশল মেন্ডিস। ইতোমধ্যেই দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেছেন ৩৪ রান। ফিফটির লক্ষ্যে থাকা করুনারত্নে ৪৭ রানে এবং মেন্ডিস ২৩ রানে ক্রিজে আছেন।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ