ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩২৮ রানে হারলো বাংলাদেশ

প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২৪, ১৪:০৮

শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ৫১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনেই নিশ্চিত পরাজয় লিখে রাখে বাংলাদেশ। দলীয় ৪৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ৩২৮ রানের বড় ব্যবধানের পরাজয় বরণ করে।

সিলেটে সোমবার (২৫ মার্চ) টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ছোট ছোট কয়েকটি জুটিতে লঙ্কানদের জয়োল্লাসের অপেক্ষা বাড়ান মোমিনুল হক। তবে শেষ পর্যন্ত ব্যর্থতার বৃত্তেই জায়গা করে নেয় লিটল মাস্টারের সেই প্রতিরোধ।

চতুর্থ দিনে ৭ উইকেটে ১২৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় টাইগাররা। সেখানে থেকে ফিরে ৫৩ রান জড়ো করতেই বাকি ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এতে ১৮২ রানে অলআউট হওয়ার সঙ্গে ৩২৮ রানের বিশাল পরাজয় দেখলো বাংলাদেশ।

দলের পক্ষে একমাত্র হাফ-সেঞ্চুরিয়ান মোমিনুল হক অপরাজিত থাকেন ৮৭ রানে। ১২টি চার ও একটি ছয়ের সাহায্যে লড়াকু ইনিংসটি খেলেন সাবেক অধিনায়ক।

শ্রীলঙ্কার হয়ে একাই ৫টি উইকেট দখল করেন কাসুন রাজিথা। এছাড়া বিশ্ব ফার্নান্ডো ৩টি ও লাহিরু কুমারা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন উভয় ইনিংসে সেঞ্চুরির পাশাপাশা দারুণ নেতৃত্ব দেওয়া ধনাঞ্জয়া ডি সিলভা।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ