ক্রিকেট দুনিয়ার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শোরুম উদ্বোধন করে দেশজুড়ে বেশ আলোচনায় ছিলেন। এবার শোরুম উদ্বোধনের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। নিজেদের প্রচারণা বাড়াতে পোস্টারবয় খ্যাত সাকিবের ব্রান্ড ভ্যালুকে ব্যবহার করতে উঠেপড়ে লাগে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। তাই বিভিন্ন শোরুম বা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে দেখা যায় এই অলরাউন্ডারকে। সাকিবের এমন কাজের জন্য অনেক সমালোচনারও শিকার হতে হয়েছে। নেটিজেনরা ব্যঙ্গ করে তার নাম রেখেছেন শোরুম আল হাসান।
এবার সাকিবের এই সমালোচিত কাজের সঙ্গী হিসেবে বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ওপেনার খ্যাত তামিম ইকবাল ফেনিতে যাচ্ছেন শোরুম উদ্বোধন করতে। সেখানে একটি ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স কোম্পানির শো-রুম উদ্বোধন করবেন তিনি।
শনিবার (২৩ মার্চ) নিজের ফেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শো’রুম উদ্বোধনের জন্য ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন তামিম।
দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল প্রায় সব সময়ই আলোচনায় ছিলেন। তবে সম্প্রতি মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা দেওয়া একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনায় আসেন টাইগার এ ক্রিকেটার। এবার নতুন করে শো-রুম উদ্বোধনের ঘোষণা দিয়ে ভক্তদের মাঝে ভিন্ন আলোচনার জন্ম দিলেন তামিম ইকবাল।
তামিম ইকবাল এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ২৪৩টি ওয়ানডে, ৭০টি টেস্ট এবং ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ব্যাট হাতে ওয়ানডে ফরম্যাটের ২৪০ ইনিংসে ৮ হাজার ৩৫৭, টেস্টে ৫ হাজার ১৩৪ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ১৫৮ রান করেছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ