ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিএসএল চলাকালে ড্রেসিংরুমে ধূমপান

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২৪, ১৫:৩৪

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের শিরোপা ঘরে তুলেছে ইসলামাবাদ ইউনাইটেড। গতকাল সোমবার ফাইনালে শেষ ওভারের নাটকীয়তায় মুলতান সুলতানসকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে রেকর্ড তৃতীয় শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। পিএসএল ইতিহাসে ফাইনালে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়ে ইসলামাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পথ সহজ করেছেন ইমাদ ওয়াসিম। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে হয়েছেন ফাইনাল সেরাও। এমন মাইলফলকের পরেও সমালোচনার কেন্দ্রে পাকিস্তানি এই অলরাউন্ডার।

সোমবার (১৮ মার্চ) ফাইনালে ড্রেসিংরুমে বসে ধূমপান করছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের ইমাদ ওয়াসিম। ক্যামেরায় ধরা পড়ে গেছেন বুঝে দ্রুত সিগারেট লুকিয়ে ফেলতে দেখা যায় তাকে। যদিও শেষ রক্ষা হয়নি। সাজঘরে ইমাদের এমন কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এখনও দাপট দেখাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পিএসএলে তার পারফরম্যান্সে ভর করেই ২০১৮ সালের পর শিরোপা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড।

চলতি আসরে সবশেষ তিন ম্যাচে ইসলামাবাদকে জিতিয়েছিলেন ইমাদ ওয়াসিম। মুলতান সুলতানসের বিপক্ষে ফাইনালের মঞ্চেও ছড়ি ঘুরালেন। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। যা পিএসএলের ফাইনালের ইতিহাসে কোনো বোলারের সেরা কীর্তি। ইমাদের দাপটেই মোহাম্মদ রিজওয়ানের মুলতান থেমে যায় ১৫৯ রানে। ৫ উইকেট নিয়ে সাজঘরে ফিরে ধূমপান করতে দেখা যায় ইমাদকে। তার ধূমপান কাণ্ডের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য এ ঘটনায় এখনো শাস্তি ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

খেলার মাঝে ধূমপান করার ঘটনা যদিও ক্রিকেটে নতুন নয়। অস্ট্রেলিয়া তারকা শেন ওয়ার্নের ধূমপানের বদ অভ্যাসের কথা কে না জানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে একবার সাইটস্ক্রিনের পেছনে দাঁড়িয়ে তাকে ধূমপান করতে দেখা গিয়েছিল। এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে দাঁড়িয়েই ধূমপান করে শাস্তি পেয়েছিলেন আফগান উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ শেহজাদ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ