ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুশফিক-রিশাদের ব্যাটে ছুটছে বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ১৭:২৪

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। জবাব দিতে নেমে দলকে ভালো শুরু এনে দেন সৌম্যের কনকাশন সাব ওপেনার তানজিদ হাসান তামিম। তবে দ্রুতই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এর মাঝেই ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন ছোট তামিম। এরপর দ্রুতই তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। অন্যদিকে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন এনামুল হক বিজয়। অষ্টম ওভারে দলীয় ৫০ ছুঁয়ে ফেলেন দুজনে। তবে এরপরই ২২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন বিজয়।

বিজয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। তবে দলীয় ৫৬ রানে ৫ বলে মাত্র ১ রান করে আউট হন শান্ত। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জুনিয়র তামিম। ৫১ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার।

হৃদয়কে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন তামিম। এরপর দ্রুত জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। হৃদয় ৩৬ বলে ২২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে মাত্র ১ করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ের পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন তামিম।

তবে দলীয় ১৩০ রানের মাথায় ৮১ বলে ৮৪ রান করে ফিরতে হয় তামিমকেও। তার বিদায়ে আরও চাপে পড়ে যায় বাংলাদেশ। পরে মুশফিকের সঙ্গে জুটি গড়ার ইঙ্গিত দিয়েই দলীয় ১৭৮ রানে ফেরেন মেহেদী মিরাজ। ৪০ বলে ২৫ রান করেন তিনি।

এ অবস্থায় অনেকটাই অনভিজ্ঞ রিশাদ হোসাইনকে নিয়ে জয়ের লক্ষ্যে ছুটছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৩১ রানে ক্রিজে আছেন তিনি।

৩৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ