ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কনকাশন সাব তামিম, জোড়া আঘাতে চাপে বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ১৫:৩৩

লিয়ানাগের অপরাজিত ১০১ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রানের সংগ্রহ পেয়েছে লঙ্কানরা। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জয়ের জন্য ২৩৬ রান দরকার টাইগারদের।

সেই লক্ষ্যে নামার আগেই সৌম্যের ইনজুরিতেই বড় বিপদে পড়ে লাল-সবুজেরা। ব্যাট হাতে মাঠে নামার মতো পরিস্থিতিতে নেই এই ওপেনার। ফলে কনকাশন সাব হিসেবে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছোট তামিম ও বিজয়ের জুটিতে উড়ন্ত সূচনাই পায় বাংলাদেশ। অনাকাঙ্ক্ষিতভাবে সুযোগ পেয়ে তা কাজে লাগানোর চেষ্টা চালানো তামিম এদিন দারুণ কিছু শট খেলে লঙ্কানদের ওপর আধিপত্য বজায় রাখেন। যাতে ৮ ওভারেই দলীয় পঞ্চাশ ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

তবে ৯ম ও ১১তম ওভারে এসে জোড়া আঘাত হেনে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। এসময় খোলস ছেড়ে বের হওয়া এনামুল হক বিজয় আউট হন কাভারে দুর্দান্ত ক্যাচ দিয়ে। ২২ বলে ১২ রান করেন তিনি।

এরপর ক্রিজে এসেই আউট হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। লাহিরুর বলে মেন্ডিসের গ্লাভসে ধরা পড়ে বিদায় নেন মাত্র ১ রানেই। যাতে ৫৬ রানেই দুই উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ।

এ অবস্থায় জুনিয়র তামিমের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নেওয়ার চেষ্টা করছেন তৌহীদ হৃদয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারানো টাইগারদের সংগ্রহ ১৫ ওভারে ৭৫ রান। তামিম ৪৮ রানে এবং হৃদয় ১২ রানে ক্রিজে আছেন।

নয়াশতাব্দি/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ