ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ০৯:১৯ | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০৯:২৪

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে আজ সোমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আর এই ম্যাচের উপর নির্ভর করছে ওয়ানডে সিরিজ যাচ্ছে কাদের পকেটে। সিরিজে এখনো পর্যন্ত ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দুই দল।

টি-টোয়েন্টি সিরিজেও শেষ ম্যাচে ছিল এমনই পরিস্থিতি। সেবার বাংলাদেশকে হারিয়ে ট্রফি নিয়ে উল্লাস করেছিল লঙ্কানরা। ওয়ানডে সিরিজটা তাই হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ। শেষ ম্যাচের একাদশে বাংলাদেশ দলে নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসতে যাচ্ছে সেটি বলাই যায়। কেননা ওপেনার লিটন দাস বাদ পড়েছেন। এটি নিশ্চিত হয়েছিল দিনদুয়েক আগেই।

আর পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির খবর ভেসে আসে গতকাল। সবমিলিয়ে নতুন করে একাদশে দেখা যেতে পারে দুই পরিবর্তন। পরিবর্তনের এই একাদশে এনামুল হক বিজয়কে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন একাদশে। ফর্মহীনতায় জায়গা হারালেও, স্কোয়াডে থাকা বাকিদের তুলনায় তার ওপরেই ভরসা বেশি করতে হচ্ছে বাংলাদেশকে।

ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে এটি দশম সিরিজ। আগের ৯টি সিরিজে মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ। দুই দলের মুখোমুখি হওয়া সর্বশেষ সিরিজেই এসেছিল সেই সাফল্য। ২০২১ সালে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ তিন বছরের আগের সাফল্য ধরে রাখা। বাকি ৮ সিরিজের ২টি হয়েছে ড্র। অন্য ৬ সিরিজের ট্রফি গিয়েছে লঙ্কানদের শো-কেসে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ