অফফর্মের কারণে আগের দিনই জাতীয় দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে রাখা হয়নি তাকে। ৫০ ওভারের সংস্করণে অধারাবাহিক হওয়ার কারণেই নির্বাচকদের আস্থা হারান তিনি। দল থেকে বাদ পড়েই লিটন ফিরে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারলেন না উইকেটরক্ষক এই ব্যাটার।
সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার (১৭ মার্চ) মুখোমুখি আবাহনী আর শাইনপুকুর। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে ১৯ বলে ৫ রান করে আরাফাত সানির বলে বোল্ড হয়েছেন লিটন।
লিটনের মাথার ওপর দ্রুত রান করার তাড়া ছিলো না। শাইনপুকুর মাত্র ১৬৯ রানে গুটিয়ে গেছে। আবাহনীর হয়ে লিটন খেলতে নেমেছিলেন তিন নম্বরে। শুরু থেকেই ধীরগতির ছিলেন। শেষ পর্যন্ত আর ইনিংস বড় করা হয়নি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জোড়া শূন্য করেন লিটন। ফলে তৃতীয় ওয়ানডের দল থেকে তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ