ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ১৫:৫৩

চলতি বছরের মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। শনিবার (১৬ মার্চ) সেই সফরের সূচি ঘোষণা করেছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়রা।

আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৭ মে বাকি দুই ম্যাচসহ সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

সাগরিকা পর্ব শেষে উভয় দল ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে মিরপুরে যথাক্রমে ১০ ও ১২ মে।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশে এবারের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৫ সালে অনুষ্ঠিত হবে দুই টেস্টের এই সিরিজটি।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর মাথায় রেখে টেস্ট দুটি এবারের সফরসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাড়তি সময় বের করতেই এমন সিদ্ধান্ত।

এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

আগামী ২১ মে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনেপ্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ