টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে হারের পর, এবার ওয়ানডে দিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় শান্ত বাহিনী। সেই লক্ষ্যে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়াই সফরকারীদের বিপক্ষে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ।
বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
এদিকে মুস্তাফিজের জায়গায় বাংলাদেশ একাদশে ঢুকেছেন আরেক পেসার তানজিদ হাসান সাকিব। ম্যাচের আগে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও একাদশে আছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
চট্টগ্রামে অবশ্য টাইগারদের ওয়ানডে রেকর্ড বেশ সমৃদ্ধ। আগের ২৮ ম্যাচের ১৭টিতেই জিতেছে স্বাগতিকরা। তবে সর্বশেষ ৯ ম্যাচের হিসাবে হারের সংখ্যাই বেশি। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ।
সবমিলিয়ে গত দুই বছরে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ভালো যায়নি নাজমুল হোসেন শান্তদের। চ্যালেঞ্জটা তাই এবার ঘুরে দাঁড়ানোর।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ