ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পারটেক্সকে উড়িয়ে আবাহনীর শুভ সূচনা

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১৮:০৬ | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১৮:২৯

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের শুরুটা দারুণভাবে করলো আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাবকে রীতিমত উড়িয়ে দিয়ে, ১৭১ রানের বিশাল জয় পেয়েছে তারা।

সোমবার (১১ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ডিপিএলের উদ্বোধনী দিনে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৬৮ রান করে শিরোপাপ্রতাশী দলটি।

৫৯ বলের মোকাবিলায় ৭১ রানের ইনিংস খেলেন ওপেনার সাব্বির হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে অধিনায়ক মোসাদ্দেক হোসাইন সৈকতের ব্যাট থেকে।

ইনিংস বড় করতে পারেননি বিপিএল ও শ্রীলঙ্কা সিরিজ মাতানো জাকের আলি অনিক। মাত্র ২১ রান করতে পারেন তিনি। এছাড়া আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ৩৪ ও লোয়ার মিডল অর্ডারে নেমে মোহাম্মদ সাইফউদ্দিন ৩১ রান যোগ করেন।

পারটেক্সের হয়ে ৩টি করে উইকেট নেন মোহর শেখ ও আসাদুজ্জামান পায়েল। এছাড়া মুক্তার আলী ২টি ও রাকিবুল আতিক নেন ১টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের মায়াবী যাদুতে মাত্র ৯৭ রানে অলআউট হয় পারটেক্স। একাই ৪টি উইকেট তুলে নেন তানভীর। এছাড়া পেসার সাইফউদ্দিন ও আরেক বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান নেন ২টি করে উইকেট।

এই ত্রয়ীর বোলিং দাপটের সামনেই মূলত মুখ থুবড়ে পড়ে পারটেক্সের ব্যাটিং লাইন। যার ফলে ব্যাট হাতে কুড়ির কোটা ছুঁতে পারেন কেবল একজনই, তিনি মোহাম্মদ রাজিবুল ইসলাম।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ