১১ মার্চ থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এ উপলক্ষ্যে উন্মোচন করা হলো প্রতিযোগিতার ট্রফি। ইতোমধ্যেই বিপিএল চলাকালিন এই লিগের দলবদল করেছে ঢাকার শীর্ষ ১২ ক্লাব।
শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা লিগের ১২টি দলের অধিনায়ক একসঙ্গে ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের পর সিসিডিএমের সভাপতি মো. সালাউদ্দিন চৌধুরীও আসেন তাদের ফ্রেমে।
শনিবার (৯ মার্চ) থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও, দুদিন পিছিয়ে মাঠে গড়াচ্ছে ডিপিএলের এবারের আসর। ১১ মার্চে উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পাশাপাশি মাঠে নামবে গতবারের রানার্সআপ শেখ জামালও।
এদিকে, বিদেশি ক্রিকেটার ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের লিগ। প্রতিবছরের মতো এবারও অংশ নিচ্ছে মোট ১২টি দল। প্রযুক্তিগত উন্নয়ন বাড়ানোর পাশাপাশি বেড়েছে টুর্নামেন্টের বিভিন্ন অ্যাওয়ার্ডের প্রাইজমানিও।
নয়াশতাব্দী/এসএম/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ