ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

থুসারার ফাইফারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

প্রকাশনার সময়: ০৯ মার্চ ২০২৪, ১৯:০২

প্রথমটিতে ৩ রানে হারের পর দ্বিতীয়টিতে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটারদের হতাশজনক পারফরম্যান্সে ২৮ রানের শোচনীয় পরাজয়ে স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের, ভেস্তে গেছে ইতিহাস গড়ার হাতছানি।

শনিবার (৯ মার্চ) বেলা ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করে সফরকারীরা। জবাবে নুয়ান থুসারার হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট শিকারে ২ বল বাকি থাকতেই ১৪৬ রানে গুটিয়ে যায় শান্তবাহিনী। এতে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনেই শুরু করেছিলেন দুই টাইগার ওপেনার। দুই ওভারে জড়ো করেন ১৩ রান। এরপর তৃতীয় ওভারটি শুরু না করতেই উঠে যান ম্যাথিউস। ডান পায়ে টান পড়ায় মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। এতেই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররাও।

বোলিংয়ে এসেই লিটনকে ফেরান ধনাঞ্জয়া। ব্যক্তিগত ৭ রানে লিটন ফিরলে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর নুয়ান থুসারা এসে যা করলেন, তাতে রীতিমত দিশেহারা গোটা টাইগার শিবির।

প্রথম বলটি কোনোরকমে ঠেকিয়ে দিলেও, পরের বলেও সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত (১)। এরপর টানা দুই বলে একে একে তৌহিদ হৃদয় ও মাহমুদউল্লাহকে তুলে নেন তরুণ ডানহাতি পেসার।

হৃদয়কেও বোল্ড করার পর রিয়াদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান পেসার। কোনো রান না দিয়েই ম্যাচে নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক আদায় করেন থুসারা।

আর সেইসঙ্গে মাত্র ১৫ রানেই চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। থুসারার আঘাত যেন এখনেই শেষ হয় না। নিজের দ্বিতীয় ওভারে এসে মাত্র ২টি রান কনসিড করলেও তুলে নেন অন্য প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের বিদায় দেখা সৌম্য সরকারকেও।

যাতে ২৪ রানেই ইনিংসের অর্ধেকটা খুইয়ে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক দল। এমন অবস্থার মাঝে দাঁড়িয়েও ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন রিশাদ হোসাইন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মেহেদী-রিশাদ জুটি। তবে সেটিও টেকেনি বেশিক্ষণ! ৩১ বলে ৪৪ রানে ভেঙেছে এই জুটি। মেহেদীকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা।

এরপর টপ-অর্ডার ও মিডল-অর্ডারের ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন স্পিনার রিশাদ হোসাইন। দলীয় বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে নেমে ২৬ বলে ৭ ছক্কায় ফিফটি করেন এই স্পিনার। যদিও এরপর আর সেভাবে হাসেনি তার ব্যাট।

৩০ বলে ক্যারিয়ারসেরা ৫৩ রানের ইনিংস খেলে রিশাদ আউট হলে শেষ পর্যন্ত ১৪৬ রানে থামে টাইগারদের ইনিংস। যাতে ২৮ রানের জয় পায় শ্রীলঙ্কা। সেইসঙ্গে ২-১ ব্যবধানে সিরিজটাই নিজেদের করে নেয় হসারাঙ্গার দল।

ম্যাচসেরা হন মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ চালানো নুয়ান থুসারা। আর তিন ম্যাচে ১৮১ রান করে সিরিজ সেরা হন লঙ্কান সেরা ব্যাটার কুশল মেন্ডিস।

আগামী ১৩ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে দুদলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ