ওভার শুরু না করতেই উঠে যান ম্যাথিউস। ডান পায়ে টান পড়ায় মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। এতেই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররাও।
বোলিংয়ে এসেই লিটনকে ফেরান ধনাঞ্জয়া। ব্যক্তিগত ৭ রানে লিটন ফিরলে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর নুয়ান থুসারা এসে যা করলেন, তাতে রীতিমত দিশেহারা গোটা টাইগার শিবির।
প্রথম বলটি কোনোরকমে ঠেকিয়ে দিলেও, পরের বলেও সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত (১)। এরপর টানা দুই বলে একে একে তৌহিদ হৃদয় ও মাহমুদউল্লাহকে তুলে নেন তরুণ ডানহাতি পেসার।
হৃদয়কেও বোল্ড করার পর রিয়াদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান পেসার। কোনো রান না দিয়েই ম্যাচে নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক আদায় করেন থুসারা।
আর সেইসঙ্গে মাত্র ১৫ রানেই চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় মালিঙ্গা খ্যাত থুসারার আঘাত যেন এখনেই শেষ হয় না। নিজের দ্বিতীয় ওভারে এসে মাত্র ২টি রান কনসিড করলেও তুলে নেন অন্য প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের বিদায় দেখা সৌম্য সরকারকেও।
যাতে ২৪ রানেই ইনিংসের অর্ধেকটা খুইয়ে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে তাদের সংগ্রহ ৩২ রান, পাঁচ উইকেটে। জাকের আলী ৪ রানে এবং শেখ মাহেদি ৫ রানে ক্রিজে আছেন।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ