শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্যে এই ম্যাচেও টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৯ মার্চ) বেলা ৩টায় শুরু হওয়া এই সিরিজ নির্ধারণী ম্যাচেও অবশ্য অপরিবর্তিত দল নিয়েই নামছে নাজমুল হোসাইন শান্তর দল।
তবে সিরিজ জিততে এদিন একাদশে তিনটি পরিবর্তন এনেছে সফরকারী শ্রীলঙ্কা। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচেই খেলার পাশাপাশি অধিনায়কত্বে ফিরছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। দিলশান মাদুশঙ্কাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে তার জন্য।
অন্যদিকে, ইনজুরি আক্রান্ত পাথিরানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নুয়ান থুশারা। আর অফফর্মে জায়গা হারিয়েছেন অভিস্কা ফার্নান্ডো। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন ধনাঞ্জয়া ডি সিলভা।
শ্রীলঙ্কা একাদশ:
কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ